নবী জীবনের বিভিন্ন দিক নিয়ে আব্দুল্লাহ তামিমের ‘নবীজির প্রিয় ১০০’
প্রিয়নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য রহমত হয়ে আবির্ভূত হয়েছেন। তাকে ভালোবাসলেই আল্লাহর প্রিয় হওয়া যায়। দুনিয়ার সবকিছু থেকে অধিক ভালোবাসতে হবে প্রিয়নবীকে। এই ভালোবাসাকে আরও গভীর করতে প্রকাশিত হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।
কোরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবি, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
নবীপ্রেমে সিক্ত এ গ্রন্থে গল্পের ভঙ্গিতে হাদিস ও ঐতিহাসিক দলিল তুলে ধরা হয়েছে, যেন পাঠক সহজে নবীজির ব্যক্তিগত জীবনযাপনের রসায়ন অনুভব করতে পারেন।
বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাজদিদ পাবলিকেশন লিমিটেড-এর চেয়ারম্যান আহমাদ রিফআত বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবনই মানবতার শান্তি ও মুক্তির সংবিধান। মুসলিম উম্মাহর পরিপূর্ণ আদর্শ। মুমিনজীবনের আয়না।
বিজ্ঞাপন
তার প্রতিটি কথা, কাজ, পছন্দ-অপছন্দ, আচার-অভ্যাস ও মৌন সম্মতিই ছিল আমাদের জন্য বিধান ও শিক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আশেকে রাসুল দাবি করলেও জানি না, কোন কাজগুলো ছিল তার প্রিয় ও পছন্দের; কোন বিষয়গুলো তিনি ভালোবাসতেন!
‘নবীজির প্রিয় ১০০' বইটি এই দৃষ্টিকোণ থেকে বাংলাভাষীদের জন্য একদমই ব্যতিক্রমী প্রয়াস; সন্দেহ নেই।
গ্রন্থটির লেখক মুফতি আবদুল্লাহ তামিম ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল ও কওমি মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। সময় টেলিভিশনের ইসলাম বিভাগ প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা চার।
বই পরিচিতি
বই: নবীজির প্রিয় ১০০
লেখক: মুফতি আবদুল্লাহ তামিম
প্রকাশনী: তাজদিদ পাবলিকেশন
মলাট মূল্য: ৩৪৭