যখন-তখন চাকরিচ্যুতি, ন্যায্য পাওনা পরিশোধ না করা, সাংবাদিকদের ওপর হামলা-মামলা, ওয়েজ বোর্ডের অসঙ্গতিসহ সাংবাদিক সমাজের নানা সংকটের প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) সমমনা ৭টি সংগঠন যৌথ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২২ অক্টোবর সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

রোববার সংগঠনের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার ডিইউজের আহ্বানে সাড়া দিয়ে সংগঠনগুলো যৌথ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি তপন বিশ্বাস, টেলিভিশন ক্যামেরা-জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সভাপতি শেখ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জীবন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোশিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এম, এ, নাসিম সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি এম, এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমান, দুলাল খান, রেহানা পারভীন, মহিউদ্দিন পলাশ, সফিকুল করিম সাবু।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ আজ নানা সংকটে নিমজ্জিত। অধিকাংশ গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না। চাকরিচ্যুতির ঘটনা ঘটছে অহরহ। বন্ধ হচ্ছে না সাংবাদিকদের ওপর হামলা-মামলা। সম্প্রতি পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডেশন কার্ড কমিয়ে দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এ অবস্থায় সাংবাদিক সমাজ নীরব থাকতে পারে না। এ পরিস্থিতিতে সাংবাদিক সমাজের আন্দোলন ভিন্ন আর কোনো বিকল্প নেই।  

জেইউ/এসকেডি