চার বছরের অদম্য যাত্রা পূর্ণ করে পঞ্চম বর্ষে পা দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি অল্প সময়ের মধ্যে দেশের পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্যদিয়ে অর্জন করেছে বিশ্বাসযোগ্যতা।

ঢাকা পোস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়েছে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। রঙিন ফুল, বেলুন এবং আলোর সমারোহে সজ্জিত কার্যালয়। কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

সত্যনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা পোস্ট সবার মনে নির্ভরযোগ্য সংবাদের সূত্র হিসেবে জায়গা করে নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক খবর থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা ও প্রযুক্তি— সব ক্ষেত্রেই সংবাদের আপডেট পৌঁছে দিয়েছে দ্রুততম সময়ে। যা এখনও চলমান।

এ ছাড়া, পোর্টালের ‘এক্সক্লুসিভ’ বিভাগটি পাঠকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এ বিভাগে প্রকাশিত হয় গভীর গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে প্রণীত বিশেষ প্রতিবেদন। যা সময়ে-সময়ে দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও সংবাদমাধ্যমটি নিয়মিত পড়েন। এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের খোরাক পোর্টালটি।

করোনা মহামারির মধ্যে যাত্রা

করোনা মহামারির মতো এক কঠিন সময়ে যাত্রা শুরু করা সত্ত্বেও ঢাকা পোস্ট অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। 

১৬ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫। ক্যালেন্ডারের পাতায় হিসাবটা চার বছরের হলেও ঢাকা পোস্ট পরিবারের কাছে এটি ছিল অদম্য এক যাত্রা। দেশের এক কঠিন সময়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি গুটি গুটি পায়ে এক, দুই, তিন, চার পেরিয়ে পা দিল পাঁচে। 

ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হচ্ছে / ছবি- ঢাকা পোস্ট 

পাঠকদের ভালোবাসা ও সমর্থনেই এ সাফল্য এসেছে বলে মনে করে ঢাকা পোস্ট পরিবার। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

পঞ্চম বর্ষে ঢাকা পোস্টের পরিকল্পনা

আগামী দিনে ঢাকা পোস্ট আরও বেশি মানসম্পন্ন সংবাদ প্রকাশের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি, পাঠকদের জন্য নতুন নতুন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ঢাকা পোস্ট আমাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান। আমাদের তরুণ ও উদ্যমী সাংবাদিকরা সবসময় সত্য ও সঠিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে। অনলাইন জগতে সংবাদ প্রকাশের গতি অনেক বেশি। এই গতিতে সঠিক তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। ঢাকা পোস্ট সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, ‘আমরা খুশি যে, আমরা চার বছর পূর্ণ করেছি। আমরা আমাদের পাঠকদের কাছে কৃতজ্ঞ, যারা আমাদের এই সাফল্য অর্জনে সাহায্য করেছেন। আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব।’

চার বছরের অর্জন ৪২ অ্যাওয়ার্ড

চার বছরে ঢাকা পোস্টের অর্জন ৪২টি অ্যাওয়ার্ড। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য এ অর্জন অন্যান্য গণমাধ্যমের তুলনায় সত্যিই ঈর্ষণীয়। এ ছাড়া ফেলোশিপ তো আছেই।

জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ১০টি পুরস্কার জিতেছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের

ক্রীড়াঙ্গনে জনপ্রিয় ও পরিশ্রমী প্রতিবেদক হিসেবে সুনাম কুড়ানো আরাফাত জোবায়ের ২০২১ ও ২০২৪ সাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০২১ সালে প্রিন্ট-অনলাইন স্পোর্টস ক্যাটাগরিতে এবং ২০২৪ সালে সকল বিষয়ের মধ্যে অনলাইন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা তিনটি পুরস্কার নিজের করে নেন তিনি।

এ ছাড়া ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৩ এর ইয়াং রিপোর্টার্স রাইটিং ক্যাটাগরিতে এশিয়া মহাদেশে প্রথম এবং এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৪ এর বেস্ট কলাম ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ দশে স্থান করে নেন আরাফাত জোবায়ের। টানা দুবার এশিয়া মহাদেশের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান লাভ বাংলাদেশের অন্য কোনো ক্রীড়া সাংবাদিকের নেই।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ অর্জনকারী ঢাকা পোস্টের চার সংবাদকর্মী। সঙ্গে আছেন সম্পাদক মহিউদ্দিন সরকার ও প্রধান প্রতিবেদক আদনান রহমান (মাঝে)/ ঢাকা পোস্ট

ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান অর্জন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নয়টি অ্যাওয়ার্ড। এর মধ্যে টানা তিন বছর অর্থাৎ ২০২১, ২০২২ ও ২০২৩ সালে তিনি অর্জন করেছেন ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। পেয়েছেন দুদক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড- ২০২৩, ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রিপোর্টিং সম্মাননা-২০২১।

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন অর্জন করেন পাঁচটি অ্যাওয়ার্ড। ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ ও ২০২৪, ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ ও ২০২৩ এবং ২০২২ সালে অর্জন করেন সিপিডি মিডিয়া অ্যাওয়ার্ড। এ ছাড়া তিনি এমআরডিআই-এর ফেলোশিপ পান।

স্বাস্থ্য বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলামও পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন করেন। সেগুলো হলো- মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাওয়ার্ড-২০২৩, বিডিএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪, ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড-২০২৪। এ ছাড়া তিনি এনসিডি মিডিয়া ফেলোশিপ-২০২২ ও এমআরডিআই ফেলোশিপ-২০২৩ পান।

ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম অর্জন করেন তিনটি অ্যাওয়ার্ড। ২০২২ ও ২০২৩ সালে পরপর তিনি ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া তিনি ভোক্তা অধিকার বিষয়ক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ পান।

জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুর রহমান মাসুম অর্জন করেন দুটি অ্যাওয়ার্ড। সেগুলো হলো- রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ ও বাজুস অ্যাওয়ার্ড-২০২৩।

জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত সেবা খাত নিয়ে কাজ করেন। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য তিনি অর্জন করেন দুটি অ্যাওয়ার্ড। সেগুলো হলো- ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ ও আইসিটি বিষয়ক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২।

নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম অর্জন করেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। সর্বশেষ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ লাভ করেন ঢাকা পোস্টের এ কূটনৈতিক প্রতিবেদক।

অন্যদিকে, আদালত বিটের প্রভাবশালী রিপোর্টার হিসেবে সুনাম কুড়ানো ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অর্জন করেন ২০২২ সালে। সচিবালয়ে ব্যস্ত সময় পার করা নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিকও অর্জন করেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩।

একই বছর নিজস্ব প্রতিবেদক রাকিবুল তামিমও অর্জন করেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত রাকিব বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত এলডিডিপি জার্নালিস্ট ফেলোশিপ-২০২২ অর্জন করেন। পাশাপাশি তিনি পান এলডিডিপি অ্যাওয়ার্ড-২০২৩।

ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরাকর্মীদের পুরস্কৃত করা হয় / ছবি- ঢাকা পোস্ট  

জ্যেষ্ঠ প্রতিবেদক আদিত্য রিমন মূলত রাজনৈতিক প্রতিবেদন করে থাকেন। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি অনলাইন ক্যাটাগরিতে ইউএসএইড কর্তৃক ঘোষিত ‘জেন্ডার সেনসিটিভ পলিটিক্যাল রিপোর্টিং-২০২৪’ অর্জন করেন।

এ ছাড়া ২০২৪ সালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর মিডিয়া ফেলোশিপ পান ঢাকা পোস্টের গবেষণা ও সম্পাদকীয় প্রধান বিনয় দত্ত।

ঢাকা পোস্টের সাফল্যের কারণ

সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ : ঢাকা পোস্ট সর্বদা সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের চেষ্টা করে।

দ্রুত খবর : সংবাদমাধ্যমটি সর্বপ্রথম সঠিক খবর পৌঁছে দেয়।

বিভিন্ন বিষয়ের ওপর খবর : ঢাকা পোস্টে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিষয়ের উপর খবর পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়া ব্যবহার : ঢাকা পোস্ট সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে পাঠকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে।

মোবাইল অ্যাপ : ঢাকা পোস্টের মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গায় খবর পড়া যায়।

ইনফোগ্রাফিক্স : জটিল তথ্যকে সহজ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা।

ওয়েব ডিজাইন : সংবাদ ওয়েবসাইটের নকশা এবং বিন্যাস করা।

এ ছাড়া, সংবাদমাধ্যমটির মাল্টিমিডিয়া বিভাগ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের করা লাইভ, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অল্প সময়ের মধ্যে দেশের অন্যতম সেরা মাল্টিমিডিয়া বিভাগ হিসেবে পরিচিতি লাভ করেছে।

এমজে