১৬ ফেব্রুয়ারি ২০২১-এ যাত্রা শুরু। ক্যালেন্ডারের পাতা বদলায়, আসে নতুন দিন নতুন বছর। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ ক্যালেন্ডারের পাতা গুনে গুনে ঢাকা পোস্ট পার করেছে চারটি বছর। সংখ্যায় ‘চার’ খুব ছোট হলেও করোনা মহামারির কঠিন সময়ে যাত্রা শুরু করা ঢাকা পোস্টের অদম্য এ পথচলায় অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ।

সত্যের সাথে সন্ধি— স্লোগানটি যেন ধ্বনিত হচ্ছে লক্ষ-কোটি কণ্ঠে। কণ্ঠে কণ্ঠে মিলিত হয়ে ঢাকা পোস্ট আজ বিবেচিত হচ্ছে দেশের মূলধারার অন্যতম সংবাদমাধ্যম হিসেবে। দেশের নিউজপোর্টালগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে শীর্ষ স্থানে। গ্রহণযোগ্যতা কিংবা স্বীকৃতি— উভয় ক্ষেত্রে শীর্ষ গণমাধ্যমে পরিণত হয়েছে ঢাকা পোস্ট।

এই চার বছরে ঢাকা পোস্টের অর্জন ৪২টি অ্যাওয়ার্ড। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য এই অর্জন অন্যান্য গণমাধ্যমের তুলনায় সত্যিই ঈর্ষণীয়। এ ছাড়া ফেলোশিপ তো আছেই।

আরাফাত জোবায়ের
জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ১০টি পুরস্কার জিতেছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের। ক্রীড়াঙ্গনে জনপ্রিয় ও পরিশ্রমী প্রতিবেদক হিসেবে সুনাম কুড়ানো আরাফাত জোবায়ের ২০২১ ও ২০২৪ সাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০২১ সালে প্রিন্ট-অনলাইন স্পোর্টস ক্যাটাগরিতে এবং ২০২৪ সালে সকল বিষয়ের মধ্যে অনলাইন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা তিনটি পুরস্কার নিজের করে নেন তিনি।

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের। ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড-এর তিনটি পুরস্কার একাই জেতেন তিনি / ঢাকা পোস্ট

এ ছাড়া ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ এর ইয়াং রিপোর্টার্স রাইটিং ক্যাটাগরিতে এশিয়া মহাদেশে প্রথম এবং এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এর বেস্ট কলাম ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ দশে স্থান করে নেন আরাফাত জোবায়ের। টানা দুবার এশিয়া মহাদেশের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান লাভ বাংলাদেশের অন্য কোনো ক্রীড়া সাংবাদিকের ক্যারিয়ারে নেই।

আদনান রহমান

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ লাভ করেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান / ঢাকা পোস্ট

ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান অর্জন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নয়টি অ্যাওয়ার্ড। এর মধ্যে টানা তিন বছর অর্থাৎ ২০২১, ২০২২ ও ২০২৩ সালে তিনি অর্জন করেছেন ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। পেয়েছেন দুদক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রিপোর্টিং সম্মাননা-২০২১।

জসীম উদ্দীন

ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেন ঢাকা পোস্টের  জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন, নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক ও নিজস্ব প্রতিবেদক রাকিবুল হাসান তামিম

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন অর্জন করেছেন পাঁচটি অ্যাওয়ার্ড। ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ ও ২০২৪, ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ ও ২০২৩ এবং ২০২২ সালে অর্জন করেন সিপিডি মিডিয়া অ্যাওয়ার্ড। এ ছাড়া তিনি এমআরডিআই-এর ফেলোশিপপ্রাপ্ত।

তানভীরুল ইসলাম
স্বাস্থ্য বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলামও পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সেগুলো হলো- মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাওয়ার্ড-২০২৩, বিডিএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪, ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড-২০২৪। এ ছাড়া তিনি এনসিডি মিডিয়া ফেলোশিপ-২০২২ ও এমআরডিআই ফেলোশিপ-২০২৩ অর্জন করেন।

শফিকুল ইসলাম

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বর্ষসেরা রি‌পোর্টারের পুরস্কার পান ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম / ঢাকা পোস্ট

ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম অর্জন করেছেন তিনটি অ্যাওয়ার্ড। ২০২২ ও ২০২৩ সালে পরপর তিনি ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া তিনি ভোক্তা অধিকার বিষয়ক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ পান।

আব্দুর রহমান মাসুম

দুর্নীতিবিরোধী সাংবাদিকতায় বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়ে এমজিআই-র‍্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ পান ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম

জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুর রহমান মাসুম অর্জন করেন দুটি অ্যাওয়ার্ড। সেগুলো হলো- রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ ও বাজুস অ্যাওয়ার্ড-২০২৩।

আবু সালেহ সায়াদাত
জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত সেবা খাত নিয়ে কাজ করেন। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য তিনি অর্জন করেন দুটি অ্যাওয়ার্ড। সেগুলো হলো- ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ ও আইসিটি বিষয়ক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২।

মো. নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম অর্জন করেছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। সর্বশেষ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ লাভ করেন ঢাকা পোস্টের এ কূটনৈতিক প্রতিবেদক।

মেহেদী হাসান ডালিম

 বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম

অন্যদিকে, আদালত বিটের প্রভাবশালী রিপোর্টার হিসেবে সুনাম কুড়ানো ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অর্জন করেন ২০২২ সালে।

শাহাদাত হোসেন (রাকিব)
জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন (রাকিব) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে আয়োজিত এলডিডিপি জার্নালিস্ট ফেলোশিপ-২০২২ অর্জন করেন। পাশাপাশি তিনি পান এলডিডিপি অ্যাওয়ার্ড-২০২৩।

আদিত্য রিমন
জ্যেষ্ঠ প্রতিবেদক আদিত্য রিমন মূলত রাজনৈতিক প্রতিবেদন করে থাকেন। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি অনলাইন ক্যাটাগরিতে ইউএসএইড কর্তৃক ঘোষিত ‘জেন্ডার সেনসিটিভ পলিটিক্যাল রিপোর্টিং-২০২৪’ অর্জন করেন। 

মুছা মল্লিক
সচিবালয়ে ব্যস্ত সময় পার করা নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিকও অর্জন করেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩।

রাকিবুল তামিম
একই বছর নিজস্ব প্রতিবেদক রাকিবুল তামিমও অর্জন করেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩।

বিনয় দত্ত
এ ছাড়া ২০২৪ সালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর মিডিয়া ফেলোশিপ পান ঢাকা পোস্টের গবেষণা ও সম্পাদকীয় প্রধান বিনয় দত্ত।

জেইউ/