সাংবাদিক শিমুল পারভেজের ওপর পুলিশের হামলা, ক্রাবের নিন্দা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও নিউ নেশনের সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। হামলায় শিমুল পারভেজসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে শিমুল পারভেজসহ কয়েকজন সাংবাদিক মোটরসাইকেলে ক্র্যাব কার্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় শাহবাগ এলাকায় একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৪১৮৭) তাদের গতিরোধ করে। গাড়ির চালকসহ কয়েকজন লাঠি ও ছুরি নিয়ে শিমুল ও তার সহকর্মীদের ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বেধড়ক পেটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় আশ পাশের সহকর্মীরা জড়ো হলে পুলিশ দ্রুত শিমুল হাসান ও মোশারেফ হোসেন সিকদার পুলিশ বক্সে টেনে হেচড়ে নিয়ে যায়। পুলিশ বক্সে নেওয়ার প্রতিবাদ করতে গেলে দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক সপ্তমি মন্ডল রিতু এবং দৈনিক খোলা বাজার পত্রিকার সাংবাদিক রোজিনা বেগম পুলিশি হেনস্তার শিকার হন। পরে অন্য সাংবাদিক শাহীন হাসনাত, গাযী আনোয়ার, কামরুজ্জামান বাবলু, ইয়াসির ওয়ার্দার তন্ময়সহ কয়েক আহত সাংবাদিকদের নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
ক্র্যাব নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। অবিলম্বে দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএসি/এআইএস