ঢাকা পোস্টের সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী এআই প্রশিক্ষণ কর্মশালা শুরু
ঢাকা পোস্টের সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে সাংবাদিকতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। শনিবার দুপুরে ঢাকা পোস্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।
সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে এ আয়োজন করা হয়েছে। কর্মশালায় অংশ নিচ্ছেন ঢাকা পোস্টের বিভিন্ন বিভাগের সাংবাদিকরা। তারা সংবাদ লেখা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে-কলমে শিখবেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ পরিচালনা করছেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।
দু’দিনব্যাপী এ কর্মশালায় সংবাদ প্রক্রিয়ায় ব্যবহৃত আধুনিক এআই টুলস সম্পর্কে বিস্তৃত ধারণা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, জেমিনি, গুগল ট্রেন্ডস এবং গুগল এআই স্টুডিও। পাশাপাশি সাংবাদিকরা শিখছেন কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সময় বাঁচিয়ে আরও নির্ভুল, তথ্যবহুল ও পাঠকবান্ধব সংবাদ তৈরি করা যায়।
বিজ্ঞাপন
কর্মশালা প্রসঙ্গে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম বলেন, “সাংবাদিকতার জগতে এখন প্রযুক্তির বড় পরিবর্তন চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের সাংবাদিকরা যদি এসব টুলস সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে সংবাদ উপস্থাপন হবে আরও দ্রুত, নির্ভুল ও আকর্ষণীয়। এ প্রশিক্ষণ তাদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।”
কর্মশালায় অংশগ্রহণকারী জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ বলেন, “ঢাকা পোস্ট শুরু থেকেই সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলতে কাজ করছে। এই কর্মশালা শুধু সংবাদ পরিবেশনের মান উন্নত করবে না, বরং কাজের গতি ও সৃজনশীলতা বহুগুণে বাড়িয়ে দেবে। ভবিষ্যতের সাংবাদিকতা হবে এআই-নির্ভর, তাই এখন থেকেই প্রস্তুত হওয়া জরুরি।”
অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, বর্তমানে পাঠকরা শুধু সংবাদ পড়তে চান না, বরং ছবি, অডিও ও ভিডিও সমৃদ্ধ মাল্টিমিডিয়া কনটেন্টে আগ্রহী। এআই প্রযুক্তি ব্যবহার করে সেই চাহিদা পূরণ করা অনেক সহজ হবে।