ফরচুন বরিশাল-ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেটে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম ঢাকা পোস্ট অংশগ্রহণ করেছে। আজ দুপুরে মওলানা ভাসানী স্টেডিয়ামে চ্যানেল আইয়ের বিপক্ষে নক আউট ম্যাচে হেরেছে ঢাকা পোস্ট।

২০২৩ সালে ঢাকা পোস্ট ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যানেল আইকে পরাজিত করেছিল। পল্টন ময়দানে অনুষ্ঠিত সেই ম্যাচে জসিম উদ্দিন ম্যাচসেরা হয়েছিলেন। এক বছর পর দুই দলের মোকাবিলায় চ্যানেল আই ঢাকা পোস্টকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে।

ঢাকা পোস্টের অধিনায়ক জসিম উদ্দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই ওপেনিং ব্যাটার শফিকুল ইসলাম আউট হন। অতিথি খেলোয়াড় তৌহিদ চার হাঁকিয়ে ভালো শুরু করলেও পরের ওভারে রান আউট হন। এতে ঢাকা পোস্ট খানিকটা চাপে পড়ে। এরপর জসিম উদ্দিন ও সাঈদ রিপন জুটি সেই পরিস্থিতি সামাল দেন। জসিম আউটের পর হাল ধরেন চিফ রিপোর্টার আদনান রহমান। শেষ ওভারে তিনি টানা চার হাঁকিয়ে দলের স্কোর ৬০ পর্যন্ত নেন। আদনান সর্বোচ্চ ২৬ ও সাঈদ রিপন দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান নেন। আবু সালেহ সায়াদাত ক্রিজে নামলেও বল মোকাবিলার সুযোগ পাননি।

সিক্স-এ-সাইড ম্যাচে ৬০ রান ডিফেন্ড করার চেষ্টা করেছে ঢাকা পোস্ট। অতিথি খেলোয়াড় তৌহিদের করা প্রথম ওভারে দুটি ক্যাচ মিস হওয়ায় ম্যাচও যেন ফস্কে যায়। দ্বিতীয় ওভারে জসিম খানিকটা নিয়ন্ত্রিত বোলিং করেন। তৃতীয় ওভারে চ্যানেল আই ১৯ রান সংগ্রহ করে। শফিকের করা চতুর্থ ওভারে কোনো উইকেট না হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় চ্যানেল আই।

ঢাকা পোস্ট দল– জসিম উদ্দিন (অধিনায়ক), শফিকুল ইসলাম, আদনান রহমান, সাঈদ রিপন, আবু সালেহ সায়াদাত, তৌহিদ (অতিথি খেলোয়াড়); অতিরিক্ত– মেহেদী হাসান ডালিম, শাহাদাত হোসেন (রাকিব); ম্যানেজার: আরাফাত জোবায়ের।

এজেড/এসএসএইচ