প্যাকেজিং কাগজের ভ্যাট ১৫ শতাংশ করার দাবি
অস্বাভাবিকভাবে প্যাকেজিং কাগজের মূল্য বৃদ্ধির পাশাপাশি অসম রাজস্বনীতির কারণে লোকাল প্যাকেজিং শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। একইসঙ্গে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি এম. এ. বাশার পাটোয়ারী।
বিজ্ঞাপন
সংগঠনের দাবিগুলো হচ্ছে- প্যাকেজিং পেপারের ভ্যাট ৫ থেকে ৭.৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করা; ভ্যাট প্রদানকারী এবং আদায়কারী উভয় যদি ভিডিএস কর্তনকারী সত্তা হয়, তবে এ আইন উভয় কর্তনকারীর ক্ষেত্রে রহিত করা; উৎসে আয়কর কর্তন বাতিল করা; প্রতি বছর অযৌক্তিকভাবে কাগজের মূল্যবৃদ্ধি করে অতি মুনাফা অর্জনের নিয়ম বন্ধ করার নীতি প্রণয়ন করা এবং আয় থেকে দায়শোধ প্রক্রিয়া 'বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন'কে হস্তান্তরের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাজাহান কামাল সাজু, সৈয়দ ফখরুল আলম, সাধারণ সম্পাদক মীর রায়হান আরিফ, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।
বিজ্ঞাপন
এমএইচএন/জেডএস