নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার  করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। রোববার রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজ হয়ে খুলনা জেলায় যাওয়ার জন্য রওয়ানা করেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল গতকাল রাতে রূপগঞ্জ ব্রাহ্মণখালী কাঞ্চন ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে হেলাল উদ্দিন (৩৮) ও রফিক মিয়া (৪০) নামে দুই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তার করা আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এসকেডি