তৃতীয় দিনে ৮৬৯০১ জনকে টিকা দিল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় আরও ৮৬ হাজার ৯০১ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে তাদের টিকা দেওয়া হলো।
সোমবার ছিল এ কার্যক্রমের তৃতীয় দিন। এদিন রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির জানান, ১০টি অঞ্চলে আজ মোট ৮৬ হাজার ৯০১ জন টিকা নিয়েছেন। তাদের সিনোভ্যাকের টিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ডিএসসিসিতে তৃতীয় দিন যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে পুরুষ ৪৬ হাজার ৩৬৪ জন, নারী ৪০ হাজার ৫৩৭ জন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি ৩ লাখ ৬১ হাজার ৭৯৬ জন টিকা নিয়েছেন। ২৭ ফেব্রুয়ারি নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১ জন।
বিজ্ঞাপন
এএসএস/আরএইচ