রাজধানীর উত্তর শাহজাহানপুর থানা এলাকায় মাহমুদা সুলতানা (৪৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহমুদা সুলতানার স্বামী আব্দুল বাতেন ঢাকা পোস্টকে বলেন, দুইদিন আগে মাহমুদা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল।আজ দুপুরে বাসায় আসে। এরপর আমার ছোট মেয়ে আমাকে ফোনে জানায়, ‘মা দরজা লাগিয়ে রেখেছে, খুলছে না’। আমি বাসায় এসে আমি অনেক ডাকাডাকি করি। কিন্তু মাহমুদা দরজা খোলেনি।

‘এরপর পুলিশে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহমুদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি। কেন গলায় ফাঁস দিলে সেটা বুঝতে পারছি না। আমার দুই মেয়ে এক ছেলে। আমরা উত্তর শাহজাহানপুরের ২৭২/এফ বাসায় থাকি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, শাহজাহানপুর থেকে এক নারীর মরদেহ নিয়ে আসা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে। মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এসএএ/এমএইচএস