প্রথমবারের মতো দাদুভাই স্মৃতিপদক ও আজীবন সম্মাননা পেলেন চার বিশিষ্ট ব্যক্তি। স্মৃতিপদক পাওয়া তিনজন হলেন- সাংবাদিক ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ছড়াকার ক্যাটাগরিতে ফারুক হোসেন ও গীতিকার ক্যাটাগরিতে মো. মঞ্জুর উল আলম চৌধুরী। এছাড়া আজীবন সম্মাননা দেওয়া হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মো. জাকারিয়া পিন্টুকে।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ।

চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাট কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াহিয়া সোহেল। অনুষ্ঠান থেকে প্রতি বছর এই পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রফিকুল হক দাদুভাই ১৯৩৭ সালের ৮ জানুয়ারি রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি দেশের একজন খ্যাতনামা ছড়াকার, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক হিসেবে তিনি সমাদৃত। তিনি জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন ‌‘চাঁদের হাট’-এর প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশের প্রথম শিশু-কিশোর পত্রিকা ‘কিশোর বাংলা’-এর ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি বাংলা একাডেমি, শিশু একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। ২০২১ সালের ১০ অক্টোবর রফিকুল হক দাদুভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এএজে/ওএফ