ওয়ারীতে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীর ওয়ারী থানার রথখোলা এলাকায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন, আছিয়া (৭০), কানিজ ফাতেমা (৩৫) ও আয়েশা আক্তার (৬)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, ওয়ারী থেকে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ তিনজন জরুরি বিভাগে এসেছেন। এখানে তাদের চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
দগ্ধদের প্রতিবেশী শিউলি ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় রান্না করতে গিয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে।
এসএএ/আরএইচ