চট্টগ্রামের পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে সিফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে কমল মুন্সিরহাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিফাত ময়মনসিংহের সদর থানার সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, হানিফ পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিল। আর মোটরসাইকেলটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পটিয়া কমল মুন্সিরহাট এলাকায় পৌঁছলে বাসটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে সিফাতের মৃত্যু হয়েছে। অপর মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেএম/এমএইচএস