ধর্ষণ-যৌন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
ধর্ষণ-যৌন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসকে মনে করিয়ে দেয়। ওই সংগ্রাম শুধুমাত্র নারী শ্রমিকদের উপযুক্ত বেতন, কাজের উন্নত পরিবেশ, যৌক্তিক কর্মঘণ্টা আদায়ের জন্য নয় বরং শিক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, ভোট দেওয়া বা নির্বাচিত হওয়ার অধিকার, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সব নারীর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই ছিল।
তারা বলেন, প্রতিবারের মত এবারও সরকারি উদ্যোগে মহা সমারোহে পালিত হচ্ছে নারী দিবস। বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা নারীর মহিমা বর্ণনা করে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করছে। সরকারিভাবে প্রচার করা হচ্ছে এই রাষ্ট্র নারীর ক্ষমতায়নে অধিকার প্রতিষ্ঠা এবং নারী স্বাধীনতার পথকে অনেক এগিয়ে নিয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। এখানে আইন, নীতিমালা, প্রথা দ্বারা নারীর প্রতিমুহূর্তে নারীর চলার পথকে বাধাগ্রস্ত করা হচ্ছে। নারী যা কিছু অর্জন করেছে তার জন্য তাকে প্রতিদিন শত সহস্র বাধা ও মানসিক শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে।
বিজ্ঞাপন
তারা আহ্বান জানিয়ে বলেন, আজ প্রয়োজন সব অন্যায়ের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা। নারী দিবসের চেতনাকে ধারণ করে শোষণমুক্তির সংগ্রামকে বেগবান করে, ধর্ষণ যৌন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার এবং নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সাংগঠনিক সম্পাদক তসলিমা আক্তার, অর্থ সম্পাদক নাঈমা খালেদ মনিকা, দপ্তর সম্পাদক তৌফিকা লিজা প্রমুখ।
এমএইচএন/আইএসএইচ