রাজধানীর সবুজবাগে ওহাব কলোনি এলাকায় ইঁদুর মারার বিষ খেয়ে পলি আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) রাত আটটায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পলির স্বামী মেহেদী হাসান অনলাইনে কাজ করেন। পলির আত্মহত্যার কারণ জানা যায়নি। 

মঞ্জুরুল ইসলাম আরো বলেন, পলি ও তার স্বামী সবুজবাগ থানার ওয়াপ কলোনির ৪৭ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা দক্ষিণ চিউরা গ্রামে। তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে।

এসএএ/এইচকে