রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- মো. খাইরুল আমিন ও মো. সফিকুল আলম।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪৩নং শহীদ তাজউদ্দিন আহমেদ সরনি (ঢাকা ময়মনসিংহ সড়ক), অগ্রনী ব্যাংক তেজগাঁও শিল্প এলাকা করপোরেট শাখার সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

বুধবার (৯ মার্চ) সকালে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪৩নং শহীদ তাজউদ্দিন আহমেদ সরনির সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ খাইরুল ও সফিকুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এনএফ