বাড্ডার চাইনিজ ডরমেটরির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মেরুল বাড্ডায় একটি চাইনিজ ডরমেটরিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার রাত ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কারো হতাহত হওয়ার খবরও আমরা পাইনি।
লিমা খানম জানান, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সর্ভিস। এর পরপরই বারিধারা থেকে দুটি ইউনিট রওনা হলেও রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। সোয়া ৭টার দিকে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। এরপর পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজ্ঞাপন
এমএসি/আরএইচ