বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের/ ফাইল ছবি
ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদের বলেন, আজ বঙ্গবন্ধুর শুভ জন্মদিন। মহাকাল, মহাবীর, বঙ্গবন্ধু জন্মদিনে তোমাকে স্যালুট। ইতিহাসের মহাফলকে যার নাম অবিরাম লিখে যায়, তার নাম মুছে ফেলার সাধ্য কারও নেই।
এ সময় বঙ্গবন্ধুকে হাজার বছরের মহাবীর আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলার হাজার বছরের মহাবীর, মহা জন্মদিনে তোমাকে অভিবাদন, তোমাকে স্যালুট।
বিজ্ঞাপন
এইউএ/এসকেডি