ব্যাংক কর্মকর্তারা নিজেরাই রেজিস্ট্রেশন করে টিকা নেবেন: ফজলে কবির
টিকা নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির
দ্রুত টিকা নিতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আগেই আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা নেওয়ার জন্য আহ্বান করবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফজলে কবির বলেন, আমরা আগেই বলেছি ব্যাংক কর্মকর্তাদের। প্রথম যখন সংবাদ এসেছে যে জানুয়ারি মাসের শেষ নাগাদ আমরা টিকার আওতাভুক্ত হচ্ছি, তখনই সব ব্যাংক কর্মকর্তা এবং সব সিইওদের সম্মেলনে বলা হয়েছে। সিইওরা তাদের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের এটা ডিসেমিনেট করে দিয়েছেন।
বিজ্ঞাপন
সমষ্টিগত রেজিস্ট্রেশনের সুযোগ না থাকায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রেজিস্ট্রেশন করে টিকা নেবেন বলেও জানান তিনি।
টিকা নেওয়ার বিষয়ে ব্যাংকারদের প্রতি কি আহ্বান থাকবে? এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে সমষ্টিগত রেজিস্ট্রেশনের সুযোগ নেই। সবাই যার যার রেজিস্ট্রেশন করবেন এবং সেভাবেই তারা টিকা গ্রহণ করবেন। রেজিস্ট্রেশন করেই তারা এ সুবিধা ভোগ করবেন।
বিজ্ঞাপন
ফজলে কবির আরও বলেন, আমি শুনেছি অন্যান্য জায়গার মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল, বার্ন ইউনিটসহ সব জায়গার মানুষদের অভিজ্ঞতা খুব ভালো।
টিকা নেওয়া শেষে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি টিকা নিলাম, খুব সুন্দরভাবে নিয়েছি। এখানে সবাই ভালো সেবা দিয়েছে। টিকা দেওয়া থেকে থেকে শুরু করে সবকিছু খুবই সিস্টেমেটিক। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অসাধারণ সিস্টেম করেছে। ফলে সবাই খুব সহজেই সুবিধা ভোগ করতে পারবে। আমি আশা করব, অন্য সব শহর, প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব জায়গায় একইভাবে সবাই টিকা গ্রহণ করবে।’
এসএইচআর/এসএসএইচ/এমএইচএস