পলিটেকনিক শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ: ফাইল ছবি

চার দফা দাবিতে আন্দোলন করা পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক ছাত্র ঐক্য নামের একটি সংগঠন। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন বলেন, শেষবারের মতো বলছি, ছাত্রদের ওপর হামলা করবেন না। পরিণতি ভালো হবে না। যেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই সময়ে আপনারা তাদের ওপর হামলা চালালেন। এটা ঠিক নয়। পুলিশকে এভাবে ক্ষমতার অপব্যবহার করা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করার আহ্বান জানান মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, আরেকটি ঊনসত্তর আসছে। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানোর জন্য ছাত্ররা প্রস্তুত হচ্ছে। ন্যায়সঙ্গত দাবির পক্ষে নাগরিক ছাত্র ঐক্য ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরা কখনও অন্যায় আবদার দাবি করেনি, করবেও না। শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা কখনও কোনো সরকারের পক্ষ থেকে করা উচিত নয়।

পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন রেখে নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, এদের অবহেলা করা হচ্ছে কেন? আন্দোলন থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছেড়ে দিয়ে সরকার করুণা করেনি। তাই দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে রাজপথ থেকে পরীক্ষার হলে ফেরানোর ব্যবস্থা করা হোক।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের যে অবদান তা অস্বীকার করে এই সরকার ইতিহাসকে কলঙ্কিত করেছে। যৌক্তিক দাবি মেনে না নিয়ে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন করছে এই সরকার। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে তা ভুলে গেলে চলবে না। কিন্তু তাদের ওপর যেভাবে হামলা-মামলা করা হচ্ছে তা খুবই অন্যায়। এভাবে শিক্ষার্থীদের ওপর অত্যাচার করা থেকে সরে আসার আহ্বান জানান তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ছাত্র ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সোনাই খান, ঢাকা মহানগর কমিটির মতিউল ইসলাম।

একে/এসএসএইচ/জেডএস