সিকদার গ্রুপের কর্ণধার জয়নুল হক মারা গেছেন
জয়নুল হক সিকদার/ ছবি: সংগৃহীত
বিশিষ্ট শিল্পপতি সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশ সময় আনুমানিক রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিকদার গ্রুপের এ কর্ণধারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যরাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (১০ ফেব্রুয়ারি) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
শোক বার্তায় জানানো হয়, জয়নুল হক সিকদার একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছে। তিনি এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বেঁচে থাকবেন চিরকাল।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এসআই/এফআর