উদ্ধার করা নকল পন্য/ ঢাকা পোস্ট

মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ও গার্মেন্টসের রঙ দিয়ে তৈরি হতো ভেজাল ঘি। ভরা হতো নামীদামি ব্র্যান্ডের (আড়ং, মিল্কভিটা) লেভেল লাগানো বোতলে। তুলনামূলক কম দামে বিক্রি হতো এসব ঘি।

এমন অভিযোগের ভিত্তিতে আজ (বুধবার) রাজধানীর কাফরুলে অভিযান পরিচালনা করে র‍্যাব-৪ এর একটি দল। অভিযানে দক্ষিণ ইব্রাহিমপুর স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি বাসা থেকে আলী আজগর (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ২০ লাখ টাকার নকল মালামাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। 

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত নকল পণ্য তৈরির অপরাধে আলী আজগরকে ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ দণ্ড প্রদান করেন।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাসাটিতে মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ও গার্মেন্টস ব্যবহৃত রঙ দিয়ে ঘি, ভিনেগার, সয়াসস, টমেটোসস, গোলাপজল ও বেকিং পাউডার তৈরি করা হয় বলে গোপন সংবাদ আসে। অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সাপ্লাইদের মাধ্যমে নানা কৌশলে এসব পণ্য নামীদামি ব্র্যান্ডের লেভেল লাগিয়ে বিক্রি করা হতো। 

এমএসি/এইচকে