টিকা নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-সচিবসহ ২৮ কূটনীতিক
জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী/ছবি: ঢাকা পোস্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ ২৮ কূটনীতিক ও সচিব করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আজ (বুধবার) রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নেন তারা।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পর টিকা নেন ভ্যাটিকেন সিটির প্রতিনিধি এবং ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। যারা ভারতীয় টিকা নিয়ে সংশয় প্রকাশ করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। টিকা নিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিকার বিষয়ে সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন শাহরিয়ার আলম। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী সবাইকে টিকা নিতে অনুরোধ করেন। করোনা বাস্তব্তায় নয়া দিল্লি ঢাকার পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া কূটনীতিকদের মধ্যে টিকা নেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসেক তেরঙ্কি, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনটোল্ডজ, ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদ্বীপ দে, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ফ্রান্সের রাষ্ট্রদূত ও ডেপুটি রাষ্ট্রদূত জিন-মেরিন সুইউ ও ফ্রাঙ্ক গ্রুটমেসার, ফ্রান্সের রাষ্ট্রদূতের স্ত্রী মেরি-কেরোলিন সুইউ-চেনলিশ, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরমি ব্রুআর, অস্ট্রেলিয়ার উপ-হাইকমিশনার ও ফ্রাস্ট সেক্রেটারি ও কনসুল নারডিয়া শিমপসন ও সানুকি জয়ারাজ, ইইউ’র কূটনীতিক হেইবারগার ও ওপরিটিসকো, এলিনা ওপরিটিসকো, থমাস এরিস, হাক বিরগিট, ফ্রান্স হাইকমিশনের কূটনীতিক সোনালজি জুডনেক ও জারজি জুডনেক এবং ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিআটা।
বিজ্ঞাপন
এনআই/এইচকে/এফআর