সব নগরীতে নদীর পানি ব্যবহারে গুরুত্ব দেওয়ার সুপারিশ
ঢাকা ওয়াসাসহ সব নগরীতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে নদী বা জলাশয়ের পানি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ও তার জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নসহ ১৩ দফা সুপারিশ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
সোমবার (২১ মার্চ) তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে পবা আয়োজিত ‘ভূগর্ভস্থ পানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা থেকে এসব সুপারিশ জানানো হয়।
বিজ্ঞাপন
সরকারের কাছে পবার অন্যান্য সুপারিশগুলো হচ্ছে— প্রকৃতি ও পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনায় চাষাবাদ পদ্ধতির প্রতি গুরুত্ব আরোপ করা; কৃষি ও শিল্পে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে ভূউপরিস্থ পানি ব্যবহার জন্য বিভিন্ন মেয়াদী মহাপরিকল্পনা মাফিক অগ্রসর হওয়া; বৃষ্টির পানি শোষণ কূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানির উন্নয়নের পদক্ষেপ নেওয়া; পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় আবাসিক বা অনাবাসিক এলাকায় সেফটিক ট্যাংক ও শোষণ কূপ স্থাপনের কার্যকর পদক্ষেপ নেওয়া; জলাধার রক্ষায় পানি আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা; পানি সরবরাহ কর্তৃপক্ষকে আগামী ২ বছরের মধ্যে ভূপৃষ্ঠের পানি ৯০ শতাংশ ব্যবহারের জন্য বাধ্য করা; নাগরিকদের মাঝে পানির গুরুত্ব অনুধাবনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।
এছাড়াও ড্রেজিং করে নদীর নাব্যতা বৃদ্ধি করা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তির লক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া; খরা মৌসুমে সেচ ও রাসায়নিক সার নির্ভর ধান চাষের পরিবর্তে প্রকৃতি নির্ভর ধান চাষের উদ্যোগ নেওয়া; অপরিশোধিত শিল্পকারখানায় বর্জ্য ও পয়ঃবর্জ্য, নৌযানের বর্জ্য, কঠিন বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা; ঢাকার আশপাশের নদীসহ অন্যান্য সব নদী ও জলাশয় দখল, ভরাট ও দূষণ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; নদী দূষণমুক্ত করা। নদীর পানি কৃষিও শিল্পে ও পরিশোধন করে খাবার পানি হিসেবে ব্যবহার করা এবং নদীর প্রবাহ ও নাব্যতা যথাযথ রাখার লক্ষ্যে নদীতে পিলারসমৃদ্ধ ব্রীজের পরিবর্তে ঝুলন্ত ব্রীজ বা টানেল নির্মাণ করা।
বিজ্ঞাপন
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে বানিপার সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পবার সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আবদুস সোবহান, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের (বানিপা) সভাপতি প্রকৌ. মোহাম্মদ আনোয়ার হোসেন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুল হক, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, পবার সদস্য ইঞ্জি. তোফায়েল আহমদ, দেবীদাস ঘাট সমাজ কল্যাণ সংসদের সভাপতি মো. মুসা, মৃত্তিকার সমন্বয়ক খাদিজা খানম, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোজেক্ট অফিসার পদ্মা সাহা, নাসফের কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, কবি লেখক কামরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল হক পুনম, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইঞ্জি. মো: হারুনুর রশিদ সুমন প্রমুখ।
এমএইচএন/আইএসএইচ