রাজধানীর কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম কল্যাণপুরের বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭৯টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া নির্দেশনা দিয়েছেন।

রোববার (২০ মার্চ) আনুমানিক রাত ৯টার দিকে কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে।

এএসএস/জেডএস