মেডিকেল ফিটনেস সনদপত্র দেওয়ার জন্য ঢাকা সিভিল সার্জন অফিসে ঘুষ লেনদেন হয়। এমন অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে মিলেছে সত্যতা।

সোমবার (২১ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে গঠিত টিম অভিযান পরিচালনা করে। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, দুদকের হটলাইন ১০৬-এ মেডিকেল ফিটনেস সনদপত্র দেওয়ার জন্য ঢাকার সিভিল সার্জন অফিসের কর্মচারীরা ঘুষ নেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওই অফিসের কয়েকজন কর্মচারী সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেন বলে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

দুদক জানায়, অভিযানে ঢাকা সিভিল সার্জন ডা. আবু হোসেন, মো. মঈনুল আহসানকে বিষয়টি অবহিত করে দুদক টিম। এসময় সিভিল সার্জন জানান যে, সেবাগ্রহীতারা ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে তার অফিসে চালানের কপি জমা দেন। এর বাইরে কেউ কোনো অনৈতিক সুবিধা দাবি করলে তা সিভিল সার্জনকে জানাতে হবে। সঙ্গে সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে টিমকে নিশ্চিত করেন।

অভিযানে দুদক কর্মকর্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে সিভিল সার্জনকেও অনুরোধ করে দুদক টিম।

আরএম/জেডএস