চট্টগ্রামের লালখান বাজারের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের বিরুদ্ধে নেতাকর্মীদের নিপীড়নসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন একই ওয়ার্ডের আওয়ামী লীগের তিনটি ইউনিটের নেতারা।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এসব অভিযোগ করেন তারা। ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ক, খ ও গ ইউনিট আওয়ামী লীগের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন  লালখান বাজার ওয়ার্ডের ‘গ’ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কান্তি দে। তিনি বলেন, কাউন্সিলর বেলাল ও তার বাহিনী সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার মিশন হিসেবে দলীয় নাম ও পদবি ব্যবহার করে অবৈধভাবে অর্থবিত্ত গড়ছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বেলাল বেপরোয়া হয়ে উঠেছেন। দলীয় নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতন ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লালখান বাজার এলাকার অধিকাংশ দরিদ্র পরিবার টিসিবির কার্ড পেতে বারবার কাউন্সিলর অফিসে ধরনা দিলেও পাননি। বিষয়টি সরকার ও আওয়ামী লীগের ইমেজ নষ্ট করেছে। কাউন্সিলর নিজের একান্ত অনুগত পরিচিত জনদের এ কার্ড বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে।  
 
সংবাদ সম্মেলনে ‘ক’ ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, ‘খ’ ইউনিটের সভাপতি এস এম ইব্রাহিম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দিদারুল আলম মাসুম দর্শক সারিতে উপস্থিত ছিলেন। মাসুমের সঙ্গে বেলালের বিরোধ রয়েছে। তাদের সমর্থকরা বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছেন।

আবুল হাসনাত বেলাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। অভিযোগের বিষয়ে কাউন্সিলর আবুল হাসনাত বেলাল ঢাকা পোস্টকে বলেন, ইউনিট কমিটির নেতারা সংবাদ সম্মেলন করেছেন। এসব ইউনিট কমিটি নিয়ে রিভিউ কমিটির কাছে অভিযোগ আছে। এখনো এগুলো অনুমোদিত নয়। তারা যে নিজেদের ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিচ্ছেন তা অবৈধ। কমিটি অনুমোদন না হওয়া পর্যন্ত তারা কমিটির নেতা হিসেবে পরিচিতি দিতে পারেন না। টিসিবির কার্ড রাজনৈতিক পরিচয়ে দেওয়া হয়নি। আমার প্রতি ক্ষোভ থেকে তারা এসব কথা বলছেন। 

কেএম/আরএইচ