রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে রাব্বী নামে এক তরুণ মারা গেছেন। 

শনিবার রাত আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থেকে গ্যাস পাইপ লিকেজ বিস্ফোরণে দগ্ধ পাঁচজন এখানে এসেছিলেন। তাদের মধ্যে রাব্বি নামে একজন আজ রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমাদের রেস্তোরাঁয় গ্যাস নিচে মজুত থাকে। সেখান থেকে পাইপ টেনে এনে দোতলায় সংযোগ দেওয়া হয়েছে। 

পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে ২৭ মার্চ আমাদের কর্মচারীরা দগ্ধ হন। আজ সন্ধ্যার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যান। বাকিদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি

এসএএ/আরএইচ