রমজানের শুভেচ্ছা জানালেন কূটনীতিকরা
মাহে রমজান উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদেশি হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা। এদের মধ্যে রয়েছেন- মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডসহ আরও অনেক দূত।
রোববার টুইট বার্তায় মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। অনেকের জন্য রমজান আত্মোপলব্ধি, ধৈর্য ও ক্ষমাশীলতার প্রতি নিবিষ্ট হওয়ার একটি সুযোগ।
রাষ্ট্রদূত বলেন, আমাদের সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার জন্যও এটি একটি ভালো সময়। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়সহ আমেরিকার মুসলমানেরা সারা দেশের বিভিন্ন শহরে তাদের প্রতিবেশীদের ভাগাভাগি করে খাবার খাওয়ার জন্যও আমন্ত্রণ জানাবে।
বিজ্ঞাপন
পিটার বলেন,আত্মোপলব্ধির এই মাসে সবার জন্য শান্তি, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলোকে এগিয়ে নিতে আমরা আপনাদের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
ভারতীয় হাইকমিশনার টুইটে লিখেছেন, পবিত্র রমজান মাসের শুরুতে সবাইকে জানাই শুভেচ্ছা। প্রার্থনা এবং মনন আমাদের সকলকে একটি উন্নত বিশ্বের পথে নিয়ে যেতে পারে।
সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে লিখেছেন, সুইডিশ দূতাবাস বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!
সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডস রমজানের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, রমজানে সবার মাঝে পবিত্র, সুখি ও শান্তিময় বার্তা প্রবাহিত হোক।
এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনও টুইটারে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
এনআই/এনএফ