দূরে দূরে থাকো নীতি থেকে বের হতে হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের অনেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে আমি মনে করি। সফটওয়্যারের মাধ্যমে এগুলোর প্রসেসিং করা হচ্ছে। কাছে এসো না দূরে দূরে থাকো এই নীতি থেকে আমাদের বের হতে হবে। পাবলিক যেন এসব সফটওয়্যারের এক্সেস পায়। হাওর ও তিস্তার চরের মানুষও যেন এগুলো থেকে তথ্য পায়।
রোববার (৩ এপ্রিল) সকালে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পিপিএস এবং আরএমএস সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকে একটি ছোট কাজের মাধ্যমে বৃহৎ কাজের দিকে যাচ্ছি। আজকে দুটি সফটওয়্যার উদ্বোধন করলাম, পিপিএস এবং আরএমএস। এগুলো প্রজেক্ট এবং রিসার্চ রিলেটেড সফটওয়ার। আমাদের বৃহৎ অংশ প্রজেক্ট রিলেটেড কাজ এবং ছোট অংশ রিসার্চ ওয়ার্ক করতে হয়। সফটওয়্যার দুটির মাধ্যমে আমাদের কাজ আরও সহজ হবে। এ সফটওয়্যারে মাধ্যমে আমাদের সরকারি অংশীজনরা সহজেই তাদের প্রকল্পগুলো ইনপুট দিতে পারবে। পরে সেখানে থেকে কারেকশন করা যাবে। স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প বেশি। তারা সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু করে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ যেন এটার মিস ইউজ করতে না পারে। অনেকে হ্যাক করতে চায়।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ডিজিটাল দেশ হিসেবে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমি একটা বিষয় স্মরণ করতে চাই। ডিজিটালাইজেশন চমৎকারভাবে সময় ও খরচ বাঁচায়। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের সবাইকে ডিজিটাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষাবিদ, গবেষকদের সঙ্গে আলোচনা করতে হয়। অনলাইনে প্রায় ২৬শ মানুষ অংশগ্রহণ করেছিল। আমি ভাবি এগুলো কীভাবে হতো অতীতে। এনইসি সম্মেলন সবাইকে ডেকে এনে আবার তাদের আশা যাওয়ার খরচ ও সম্মানি সব মিলিয়ে অনেক ব্যয় হতো। কিন্তু সেই ব্যয় বাঁচিয়ে দিয়েছে অনলাইন বা জুম মিটিংয়ের মাধ্যমে।
বিজ্ঞাপন
তিনি বলেন, গাড়ি-ঘোড়ার তেল পোড়ানো খরচ। সময়-সংক্ষেপন দ্রুত কাজ করা সবই সম্ভব হয়েছে অনলাইনে মিটিংয়ের মাধ্যমে। ডিজিটালাইজেশন আমাদের কাছে বিস্ময়কর অগ্রগতি মনে হয়। আসা যাওয়ার জন্য কত রকম নিরপাপত্তা আছে সবই বাঁচিয়ে দিয়েছে ডিজিটালাইজেশন।
এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রমুখ।
এসআর/এসএম