ইফতারির আগে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট
রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিকেলে অফিস টাইম শেষ হওয়ার পর থেকে সড়কে যানবাহন বাড়তে থাকে।
একে তো সপ্তাহের প্রথম কর্মদিবস, তারওপর রমজানের প্রথম দিন, যে কারণে বিকেল থেকে ইফতারির আগ পর্যন্ত সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের উপস্থিতি। সবার চেষ্টা, প্রথম ইফতারিতে পরিবারের সঙ্গে যুক্ত হওয়া।
বিজ্ঞাপন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য অফিস চলবে বিকেল চারটা পর্যন্ত। ফলে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে প্রায় সব অফিসের লোকজন একসঙ্গে বাসার উদ্দেশে বের হন। এতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহনও বেড়ে যায় সড়কে।
বিজ্ঞাপন
রাজধানীর এয়ারপোর্ট সড়ক, খিলক্ষেত, বনানী, মহাখালী, নাবিস্কো, সাতরাস্তা, মগবাজার, মালিবাগ, পল্টন, কাকরাইল, আবুল হোটেল, রামপুরা, বাড্ডা, কুড়িল, প্রগতি সরণিতে রোববার বিকেলে তীব্র যানজট দেখা গেছে। অন্যদিকে শাহবাগ, ফার্মগেট, মিরপুর রোড, বিজয়সরণি, শ্যামলী, মিরপুর এলাকার বিভিন্ন সড়কেও যানজটের খবর পাওয়া গেছে।
রাজধানীর পল্টন মোড় থেকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন এলাকায় আসার জন্য ভিক্টর ক্ল্যাসিক বাসে চড়েছেন বেসরকারি চাকরিজীবী তফাজ্জল হোসেন। তিনি বলেন, প্রথম রোজার দিন সবারই ইচ্ছা থাকে বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতারি করার। তাই অফিস শেষে সবাই একসঙ্গে বাসায় যাওয়ার জন্য বের হয়েছেন। পল্টন থেকে বাড্ডা আসতেই অনেক সময় লেগে গেলো। পুরো সড়ক জুড়েই তীব্র যানজট।
এদিকে গাবতলী থেকে শ্যামলী, আগারগাঁও, জাহাঙ্গীর গেট, মহাখালী হয়ে গুলশান পর্যন্ত আসা রইচ বাসের চালক হামিদ মিয়া বলেন, যানজটের কারণে পুরো সড়কে ধীরগতিতে আসতে হলো। পুরোটা পথেই যানজট ছিল।
বনানী থেকে উত্তরার দিকে যাওয়া একটি বাসের যাত্রী সাদেকুর রহমান বলেন, বিশেষ করে অফিস টাইম শেষ হওয়ার পর গণপরিবহনগুলোতে যেমন যাত্রীর সংখ্যা বেড়েছে তেমনি সড়কে অন্যান্য গাড়ির সংখ্যাও বেড়েছে। আগে থেকেই কিছুটা ধারণা করা যাচ্ছিল, আজ যানজট হবে।
প্রগতি সরণিতে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য মাহফুজুল ইসলাম বলেন, বিকেলের পর থেকে যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। ফলে যানজট কিছুটা দেখা যাচ্ছে। সড়কে একটা চাপ সৃষ্টি হয়েছে। যেসব সড়কে রিকশা চলে সেগুলোতে যানজটের তীব্রতা বেশি দেখা যাচ্ছে।
এএসএস/আইএসএইচ/জেএস