মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রোববার (৩ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় রাষ্ট্রদূতের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনের তথ্য জানায়।
দূতাবাস জানায়, রাষ্ট্রদূত হাস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন। সোমবার (৪ এপ্রিল) বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে গেলে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক তাকে ঘুরে ঘুরে দেখান। এ সময় পিটার হাস জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এনআই/জেডএস
বিজ্ঞাপন