রোজার প্রথম দিনে সর্বোচ্চ তাপমাত্রায় পুড়েছে কুমারখালী
রোজার প্রথম দিনে সর্বোচ্চ তাপমাত্রায় পুড়েছে কুষ্টিয়া জেলার কুমারখালী। এদিন কুমারখালীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (৩ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত নোটিশে এ পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
পূর্বাভাসে অবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় রেকর্ড করা হয়েছে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ডিমলায়। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ১১২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে রাজারহাটে।
পূর্বাভাসে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে। তবে আগামী ৫ দিন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৬২ শতাংশ।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
এসআর/জেডএস