করোনায় ৯ মাসে সর্বনিম্ন মৃত্যু
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যা গত নয় মাসে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৬ মে ৩ জন করোনায় মারা যান। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট আট হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪০৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে।
বিজ্ঞাপন
বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২১০টি পরীক্ষাগারে ১৪ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩২৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৬৮ হাজার ৭৬৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৫৩ হাজার ৫৭৯টি।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে পুরুষ চারজন এবং নারী একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৫২ জন, বাকি দুই হাজার ১ জন নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি তিনজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দশজনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন চারজন। এছাড়া চট্টগ্রাম বিভাগের রয়েছেন একজন।
এর আগে গেল বছরের ২ মে, ৪ মে ও ৭ এপ্রিল করোনায় একদিনের হিসাবে পাঁচজন করে মারা গেছেন।
এমএইচএস