শনিবার বিক্ষোভ, চট্টগ্রামে বিএনপির সমাবেশ পেছাল
সারাদেশে নিরপেক্ষ নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে বিএনপি ঘোষিত চট্টগ্রামের নগর সমাবেশ স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সমাবেশ স্থগিতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল চট্টগ্রামে কেন্দ্রঘোষিত যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কেন্দ্রের নির্দেশেই তা স্থগিত করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির পর এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল শনিবার দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
নগর সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছিল চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে সামনে রেখে কয়েকটি কয়েকটি কর্মীসভাও করা হয়েছিল।
বিজ্ঞাপন
এর আগে ২ ও ৩ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর-দক্ষিণ (ডিএনসিসি ও ডিএসসিসি) এবং চট্টগ্রামসহ ছয় সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া দলীয় মেয়রপ্রার্থীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হওয়া বৈঠকে নগর সমাবেশের সিদ্ধান্ত হয়েছিল।
পরে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং রাজশাহী মহানগরে নগর সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে পাশে রেখে এই ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনীত মেয়র পদপ্রার্থী মজিবুর রহমান সরোয়ার।
ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে প্রথম সমাবেশ হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা উত্তর মহানগরে ৩ মার্চ এবং দক্ষিণ মহানগরে ৪ মার্চ সমাবেশ হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বরিশালের মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ারসহ মোট ৫টি মহানগরের প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন— সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়র প্রার্থী ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অনুপস্থিত ছিলেন।
আরএইচ/এনএফ