মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম/ ছবি : ফাইল

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ৫৬ লাখ মানুষকে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশে জাতীয় কর্মসংস্থান নীতি-২০২২ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার জাতীয় সংসদে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় কর্মসংস্থান নীতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এখন আধুনিক বিশ্বের প্রযুক্তি পরিবর্তন হচ্ছে। এর ফলে আমাদের শ্রমিকদের দক্ষতার ব্যাপক পরিবর্তন করা দরকার। তার পরিপ্রেক্ষিতে এটা নিয়ে আসা হয়েছে। 

তিনি বলেন, আমাদের যে শ্রমিকরা আছেন, তাদের যতো তাড়াতাড়ি সম্ভব দক্ষতা অর্জন করতে হবে। 

কত দিনের মধ্যে করা হবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ৩ বা ৪ বছরের মধ্যে আমাদের ৫৬ লাখ মানুষকে পুনরায় দক্ষ করে গড়ে তুলতে হবে। দ্রুত না করলে ম্যাচ করতে পারবে না। তখন দেখা যাবে ওই প্রযুক্তিও অ্যাডভান্স হয়ে যাবে। 

তিনি বলেন, কর্মসংস্থান প্রত্যাশী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অকর্মনীয়দের উপায় নির্ধারণ, জনশক্তিকে কর্মশক্তি উপযোগী ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বেকারত্বহীন দারিদ্রমুক্ত উন্নত সমাজ প্রতিষ্ঠাই এই নীতির লক্ষ্য। 

এসএইচআর/আইএসএইচ