বিডা-বিটিসিএলের মধ্যে চুক্তি
চুক্তিতে স্বাক্ষর করছেন বিডা-বিটিসিএলের কর্মকর্তারা/ ছবি: সংগৃহীত
বিদেশি বিনিয়োগকারীদের টেলিযোগাযোগ সেবা দেওয়ার লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস প্লাটফর্মের সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিটিসিএল জনসংযোগ শাখা ঢাকা পোস্ট-কে এসব তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিটিসিএলের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।
বিজ্ঞাপন
বিটিসিএল সংস্থার জনসংযোগ শাখার পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, এ সমঝোতা স্মারকের ফলে বিদেশি বিনিয়োগকারীদের টেলিযোগাযোগ সেবার মান আরও সমৃদ্ধ হবে। এতে বিদেশি বিনিয়োগকারীরা অনেক বেশি উপকারও পাবেন। সেবাটি বিডা’র ওয়ান স্টপ সার্ভিস প্লাটফর্মের সঙ্গে বিটিসিএল’র অনলাইন সেবার ইন্টিগ্রেশনের মাধ্যমে দেয়া হবে।
একে/আরএইচ/এফআর
বিজ্ঞাপন