চাকরির নামে অর্থআত্মসাৎ চক্রের প্রধান গ্রেপ্তার
চাকরির প্রলোভন দেখিয়ে অর্থআত্মসাৎ করা চক্রের প্রধান/ ছবি: ঢাকা পোস্ট
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থআত্মসাৎ চক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তার নাম- মো. বাদশা মিয়া (৪১)। সে জামালপুরের হরিপুর থানার বাসিন্দা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. খালিদ উল হক হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের কাছে কয়েকজন ভিকটিম অভিযোগ করেন আইডিয়াল সেফটি সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ভিকটিমদের এমন অভিযোগের ভিত্তিতে সিআইডি বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার কে ব্লকের ১৭ নং রোডের ২৩৭ নম্বর বাড়িতে আইডিয়াল সেফটি সিকিউরিটি সার্ভিস লিমিটেডে অভিযান চালায়। অভিযানে ভুয়া প্রতিষ্ঠানটির কথিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রামের অল্পশিক্ষিত বেকার যুবকরাই তাদের প্রধান টার্গেট। যুবকদের বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভিত করে ঢাকায় এনে চাকরি দেওয়ার নামে ভর্তি ফি, প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, ইন্টারভিউ, নিরাপত্তা জামানত বাবদ এবং এরূপ আরও বিভিন্ন বিষয়ের কথা বলে নানা অঙ্কের টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিত।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে পাঁচ থেকে ১০ শতাংশ লোককে চাকরি দিলেও তাদের প্রাপ্ত বেতনের সিংহভাগই আবার কেটে রেখে দিত কমিশনের নামে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
এমএসি/এফআর