ধানমন্ডিতে দুস্থদের মাঝে ইফতার বিতরণ
ধানমন্ডিতে নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা
রাজধানী ঢাকার ধানমন্ডিতে গরীব, অসহায়, নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা শনিবার এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
ধানমণ্ডি ৬-এ মসজিদের সামনে ইফতার সামগ্রী বিতরণকালে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, ‘এই দেশ আমাদের। দেশের প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।’
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করোনাকালীন সময়ে আমাদের বিভিন্ন ধরনের উপহার-সামগ্রী পাঠিয়েছেন। সেই সময়ে চাল, ডাল-আটা থেকে শুরু করে স্যানিটাইজার-মাস্ক সবকিছু তিনিই দিয়েছেন। সেইজন্য আমরা চেষ্টা করি ইফতার সামগ্রীগুলো যেন তার নামেই দিতে পারি।’
এসএস
বিজ্ঞাপন