নাম-পরিচয় একজনের, ম্যুরাল গুগলের!
চট্টগ্রাম নগরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বিপ্লবী কল্পনা দত্ত, বিনোদ বিহারী চৌধুরী, সাহিত্যিক আবুল ফজল, রাজনীতিবিদ এম এ হান্নানসহ ৩১ গুণী ব্যক্তির নাম-পরিচয়সহ ম্যুরাল স্থাপন করা হয়েছে।
এ তালিকায় রয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামও। পরিচয়ের সঙ্গে তার বিভিন্ন অবদানের কথাও লেখা আছে ম্যুরালের নিচেই। তবে ম্যুরালটি নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নয়, সাহিত্যিক বুলবুল চৌধুরীর।
বিজ্ঞাপন
গত বছরের ১৬ ডিসেম্বর ‘চট্টল গৌরব’ নামে ম্যুরালসমূহ উদ্বোধন করা হলেও ভুলটি ধরা পড়ে সম্প্রতি। চট্টগ্রাম নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এসব ম্যুরাল বসানো হয়েছে বলে জানা গেছে। আর ৩১ বিশিষ্টজনের ম্যুরাল স্থাপনের দায়িত্ব ছিল ভাস্কর প্রণব সরকারের ওপর।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নানা মহলে। বিষয়টি নিয়ে কথা হয় চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান রুশাইয়ের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের দেশ থেকে ইতিহাস-সংস্কৃতি যে বিলুপ্ত হচ্ছে, দূরে সরে যাচ্ছে, তার অন্যতম নিদর্শন এসব ভুল। একজন দায়িত্বশীল কাউন্সিলরের এ ধরনের ভুল করাটা খুবই দুঃখজনক। প্রতিদিন হাজারো মানুষ ভুল জিনিসটাই দেখছে। সবাই একটি ভুল বার্তা পাচ্ছে। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।
বিজ্ঞাপন
নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর জায়গায় আরেকজনের ম্যুরাল স্থাপন করার বিষয়টি স্বীকার করেছেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। তিনি ঢাকা পোস্টকে বলেন, অনিচ্ছাকৃতভাবে নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর জায়গায় সাহিত্যিক বুলবুল চৌধুরীর ম্যুরাল বসানো হয়েছে। আমরা নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর ম্যুরাল তৈরির কাজ শুরু করেছি। আশা করছি বৃহস্পতিবার বসাতে পারব।
তিনি বলেন, বিষয়টি হচ্ছে ৫০-৬০ বছরেরও বেশি আগের ছবি। আমাদের যিনি শিল্পী, তিনি গুগল থেকে ছবি নেওয়ার সময় ভুলে সাহিত্যিক বুলবুল চৌধুরীর ছবি নিয়েছিলেন। বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আমরা আসল ছবিটি তৈরি করতে দিয়েছি। কাউকে হেয় করার জন্য এটা করা হয়নি।
তিনি আরও বলেন, পুরানো মানুষদের নতুন প্রজন্মের কাছে জানানোর জন্য আমাদের এ উদ্যোগ। ভুল হয়ে গেছে। আমরা ভালো উদ্দেশ্য নিয়েই কাজটি শুরু করেছি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সেই হিসেবে বিশিষ্টজন হিসেবে তাকে স্থান দেওয়া হয়েছে। বুলবুল চৌধুরীর নাম পরিচয়ের স্থলে লেখা রয়েছে, বুলবুল চৌধুরী, ১ জুলাই ১৯১৯ সালে চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন একজন প্রথিতযশা নৃত্যশিল্পী। তার দলের নৃত্যানুষ্ঠান অবিভক্ত ভারত ও পাশ্চাত্যের বিভিন্ন শহরে সমাদৃত হয়েছে। মৃত্যুর পর ভক্তরা তার স্মরণে বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। নৃত্য ছাড়াও চিত্রশিল্প ও কথাসাহিত্যেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। ১৭ মে ১৯৫৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।
কেএম/আরএইচ