ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ছাড়া সর্বত্র চলাচলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। সংগঠনটি ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলের খসড়া নীতিমালা চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানিয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৫০ লাখ মানুষ ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে সরাসরি যুক্ত। তাদের ওপর নির্ভরশীল প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ। সুপ্রিম কোর্টের আদেশের ফলে এ খাতের মানুষ সাময়িকভাবে কিছুটা স্বস্তি ও আনন্দিত হয়েছে।

সাময়িক স্বস্তি আসলেও পুরো সংকট নিরসনে আরও অনেক উদ্যোগ নিতে হবে। দেশে চলাচলরত ইজিবাইকসহ ব্যাটারিচালিত প্রায় ৪০ লাখ যানবাহন নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানের জন্য সরকারের খসড়া থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১ চূড়ান্ত ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে একদল স্বার্থান্বেষী মহল ও ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট গড়ে তোলার অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ও সারাদেশের ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত চালকসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের উপদেষ্টা রতন মিয়া, এস এম কাদির, সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান প্রমুখ।

এমএইচএন/এমএইচএস