বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। শিডিউল অনুযায়ী সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। এছাড়া দুপুরে চাঁদপুরগামী সাগরিকা, ঢাকাগামী কর্ণফুলী ট্রেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনও ছেড়ে যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী দুপুর ১টার দিকে ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে সাতটি ট্রেনের ছেড়ে যাওয়ার শিডিউল ছিল। লোকো শেড থেকে ইঞ্জিন না আসায় কোনো ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। অনেকে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। অনেকে আবার টিকিটসহ ট্রেন ছাড়ার অপেক্ষা করছেন।

এদিকে ট্রেন না চলায় বিপাকে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছেন অনেক যাত্রী। অনেকে রেলস্টেশনে শুয়ে, বসে সময় কাটাচ্ছেন। 

মায়ের চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল আকমল হোসেনের। কিন্তু ১২টার দিকেও ট্রেনটি ছেড়ে না যাওয়ার টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে নিয়েছেন এ যাত্রী। তিনি এখন বাসে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

বেলা সাড়ে ১২টার মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার যাত্রী সারোয়ার জামাল বলেন, মেয়ের চাকরির বিষয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন চলছে না। অপেক্ষা করছি, কি হয় দেখার জন্য।

স্টেশনের ২ নং কাউন্টারে টিকিট ফেরত দিতে আসা নাহিদ ইসলাম বলেন, এমন জানলে বাসে যেতাম। এখন টিকিট ফেরত দিয়ে বাসের টিকিট কাটব।

কেএম/জেডএস