পুলিশের সেবা-উদ্যোগে জনআস্থা তৈরি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীসহ অন্যরা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সেবার মান বেড়েছে তা আমরা লক্ষ্য করছি। এরইমধ্যে নারী ও শিশুদের জন্য কুইক রেসপন্স টিম গঠন, প্রতিটি থানায় হেল্প ডেস্ক গঠন, বিট পুলিশিং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তাদের সেবা-উদ্যোগে জনআস্থা তৈরি হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রতিষ্ঠা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি সেবা ৯৯৯ একটি যুগান্তকারী উদ্যোগ, যা এই সরকারের আমলেই চালু হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন আরেকটি হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টার।
মন্ত্রী বলেন, যখনই দেশে কোনো সমস্যা তৈরি হয়েছে, সংকট-ক্রান্তিকাল তৈরি হয়েছে, তখনই বাংলাদেশ পুলিশ সামনে এসে দাঁড়িয়েছে। জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বিজ্ঞাপন
২০২০ সালের মার্চে যখন কোভিডের শুরু হয়, তখন আমরা জানতাম না কীভাবে এই করোনাকে মোকাবিলা করতে হবে। তখন শুধুমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে আসছিলাম। অথচ সারা বিশ্ব যখন করোনা মোকাবিলায় ব্যতিব্যস্ত, তখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কোভিডের আক্রমণ যখন শুরু হলো, মানুষ মারা যেতে শুরু করল, তখন আমরা দেখলাম ভিন্ন পুলিশকে। এজন্য আমি জোর গলায় বলতে পারি, পুলিশকে নিয়ে বঙ্গবন্ধুর যে স্বপ্ন তা পূরণ হয়েছে। আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা, দূরদর্শিতা ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে উন্নত আইন-শৃঙ্খলা বাহিনী গড়ার গুরুত্ব অনুধাবন করে সবধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বার বার প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ।
জেইউ/জেডএস