পরিসংখ্যান ক্যাডারের সভাপতি সুবব্রত, মহিউদ্দিন সম্পাদক
ঘোষ সুবব্রত ও মহিউদ্দিন আহমেদ
বিসিএস পরিসংখ্যান ক্যাডারের নির্বাচনে সভাপতি পদে বিবিএসের উপমহাপরিচালক ঘোষ সুবব্রত ও সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন উপপরিচালক মহিউদ্দিন আহমেদ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মিলনায়তনে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার সমিতির সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
২১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আমজাদ হোসেন ও মো. রফিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন ও মো. আরিফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক মো. নাজমুল হক, সহ সাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, দফতর ও আইন বিষয়ক সম্পাদক স্বপন কুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম সরকার, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সম্পাদক আকলিমা খাতুন, নির্বাহী সদস্য জাহিদ হাসান এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সালমা হাসনায়েন, মো. গোলাম মোস্তফা, প্রণব পাল, রেশমা জেসমিন, নাঈমা রহমান, ফারহানা সুলতানা ও মো. আব্দুর রাজ্জাক।
এসআর/ওএফ
বিজ্ঞাপন