যত্রতত্র অপরিকল্পিতভাবে শিল্প স্থাপন রোধে আগামী তিন মাসের মধ্যে সুপারিশসহ ‘পজিশন পেপার’ উপস্থাপনের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে দায়িত্ব দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ দায়িত্ব দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘যত্রতত্র অপরিকল্পিতভাবে শিল্প স্থাপনের ফলে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট সংক্রান্ত ১৯৯০ সালের ৩ জুন অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে ১১(ঙ) নম্বর সিদ্ধান্ত বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অব্যাহতি প্রদান’ বিষয়ে বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের বৈঠকে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত্রতত্র অপরিকল্পিতভাবে শিল্প স্থাপন করার ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়ে ১৯৯০ সালে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ওই মন্ত্রণালয় একটি প্রকল্প দাখিল করার পর পরিকল্পনা মন্ত্রণালয় সেটি দিয়েছিল সাধারণ অর্থনীতি বিভাগকে (জিইডি)।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন গণপূর্ত মন্ত্রণালয় প্রস্তাব নিয়ে এসেছে যে, দায়িত্ব এখন চলে গেছে জিইডির কাছে। তারা অব্যাহতি চেয়ে বলছে, এটা জিইডিই করুক। মন্ত্রিসভা তাতে সম্মত হয়নি। মন্ত্রিসভা বলেছে, যেহেতু বিষয়টির সঙ্গে গণপূর্ত মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ জড়িত এবং মাঠ পর্যায়ে জিইডি বা পরিকল্পনা কমিশনের কোনো অফিস নেই, সেহেতু তারা এটা মনিটরিং করতে পারবে না। এছাড়া বিভিন্ন জায়গায় ম্যাসিভ বিল্ডিং হচ্ছে, সেগুলো অনুমোদনের বিষয়টি দেখতে হবে।

তিনি বলেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে অপরিকল্পিতভাবে যাতে শিল্প স্থাপন না হয়, সেই বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে আগামী তিন মাসের মধ্যে পজিশন পেপার উপস্থাপন করে সুপারিশসহ আবার কেবিনেটে আনতে বলা হয়েছে, যাতে পরিবেশ বিনষ্ট না হয়।

মন্ত্রিপরিষদ বলেন, জেলা-উপজেলায় ভবন নির্মাণের অনুমোদনের যে কর্তৃপক্ষ আছে, তাদের কাজকর্ম কেমন হচ্ছে, তাদের কাছে কী পরিমাণ ভবনের অনুমোদন হচ্ছে, কেন হচ্ছে না— এর প্রমোশনাল ক্যাম্পেইন করতে হবে। দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি তো হচ্ছেই, বড় বড় ইন্ডাস্ট্রিও হয়ে যাচ্ছে, তারা কেউ অনুমোদন নিচ্ছে না। সেজন্য একটা প্রমোশনাল ক্যাম্পেইন করতে হবে।  যত্রতত্র যেন শিল্প স্থাপন না হয়, কোথায় কীভাবে করা যায়, সে বিষয়ে পজিশন পেপার উপস্থাপন করবে এ দুই মন্ত্রণালয়।

এসএইচআর/আরএইচ