আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ঘণ্টা দান করলেন থাই রাষ্ট্রদূত
আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ঐতিহাসিক ঘণ্টা দান করেছেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। সোমবার দূতাবাসের সকল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এ সময় ঐতিহাসিক ঘণ্টা দান করেন রাষ্ট্রদূত।
থাই দূতাবাস জানায়, রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে বৌদ্ধ বিহার পরিদর্শনে গেলে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞাপন
এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরো, বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সহ-সভাপতি বুদ্ধানন্দ মহাথেরো, ডা. অসীম বড়ুয়া, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এনআই/এসকেডি
বিজ্ঞাপন