বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী
তিন দিনের সফরে আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সফরে জলবায়ু পরিবর্তন ইস্যুটি গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ডেনমার্কের রাজকুমারী বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে তিনি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে যাওয়ার আগ্রহ রয়েছে।
বিজ্ঞাপন
তাছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে গিয়ে রাজকুমারী রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনবেন।
জানা যায়, ডেনমার্কের রাজকুমারী সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজকুমারীর।
বিজ্ঞাপন
এনআই/এসকেডি