চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোহাম্মদ মুছা (৩২) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারী থানার এসআই মোহাম্মদ জাবেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএনজি চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মুছা। বাড়ির কাছাকাছি এসে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুছার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। ঘটনাস্থলেই সিনএনজিচালক মুছার মৃত্যু হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বাড়ির জায়গা নিয়ে সৎ ভাগিনা সালাউদ্দিনের সঙ্গে মুছার ঝামেলা ছিল। ধারণা করা যাচ্ছে সেই বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে।

হত্যাকারীদের গ্রেপ্তারের পর আসল বিষয়টি জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।

কেএম/এমএইচএস