ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত শ্রমিকের মৃত্যু
রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মো. হোসেন মিয়া (২২) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতের বাবা ফারুক মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে একটি ইটভাটায় মেশিনের কাজ করে। ডেমরা ডগাই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বসেছিল। পরে অন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার ছেলে অটোরিকশা থেকে ছিটকে পড়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
হোসেন মিয়া ডেমরার বড় ভাঙ্গা আমতলা এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর গ্রামে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ